গাজীপুরের শ্রীপুরের অপহৃত স্কুলছাত্র তুষারকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে মো. রোমান (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে তাঁকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে রোমানকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বড়ভিটা গ্রামের বাসিন্দা এবং শ্রীপুর পৌরসভার রাতুল ফ্যাক্টরির পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। স্কুলছাত্র তুষার (১১) শ্রীপুরের বাসিন্দা মো. নবী হোসেনের ছেলে।
শিক্ষার্থীর বাবা নবী হোসেন বলেন, 'সোমবার বেলা ১১টার দিকে আমার চায়ের দোকানে বসা ছিল তুষার। তাকে রেখে আমি বাজার করতে যাই। ঘণ্টাখানেক পর দোকানে এসে ছেলেকে পাইনি। স্ত্রীর কাছে ফোন করে জানতে পারি, সে বাসায়ও যায়নি। দুপুরের পর একটি মোবাইল ফোন নম্বর থেকে কল করে ছেলেকে ফিরে পেতে হলে ২ লাখ টাকা লাগবে বলে আমাকে জানানো হয়। এরপর আমি থানায় জিডি করি।'
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গত বুধবার রাত ১১টার দিকে অপহরণকারীকে আটক করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।