শামীম আল মামুন স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজে অন্তঃস্কুল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। স্কুল ক্যাম্পাসে ৩২টি স্টলে ৬৪টি প্রযুক্তির বিষয়ে প্রযেক্ট উপস্থাপন করেন স্কুলে অধ্যায়নরত নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার(২১ফেব্রুয়ারী) উপজেলার বেড়াইদের চালা আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে প্রথমবারের মতো ব্যতিক্রম এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা নান্দনিক সাজে সুসজ্জিত হয়ে জমকালো আয়োজনের পরিণত হয়।
পুর্ণ এক দশক ধরে শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠত্বের স্হান ধরে রাখা এই স্কুলটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই বিশেষ দিনে ব্যতিক্রম এ আয়োজন এলাকার সর্বস্তরের মানুষের মাঝে বিনোদনের কেন্দ্রস্থলে পরিণত হয়। সুন্দর ও মনোরম পরিবেশে বিদ্যালয়ের ক্যাম্পাসে খুদে নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করেন। সুন্দর ও মনোরম পরিবেশে সাজানো ৩২টি স্টলে ৬৪টি প্রযুক্তির বিষয়ে প্রজেক্ট উপস্থাপন করেন এই নারী শিক্ষার্থীরা।
ভূমিকম্প এলাম,ভূমিকম্প-সহনীয় বিল্ডিং, ফ্রি ইলেক্ট্রিসিটি ইউজিইং বাই হুইল,টারবাইন দিয়ে বিদ্যুৎ তৈরী, অবস্টেকল এভয়ডিং রোবট কার,বিদ্যুৎ উৎপাদন ও রিসাইকেল, দূষণমুক্ত পানি, লেবু দিয়ে বিদ্যুৎ উৎপাদন,জালানী ছাড়া সেজ প্রকল্প,ওয়াটার এলাম, আগ্নেয়গিরির উদগীরণ, স্মাট সিটি, প্রকৃতি বাচাও পৃথিবী বাচাও, সৌর জগত,পানি সনাক্তকারী যন্ত্র ইত্যাদিসহ সর্বমোট ৬৪টি প্রজেক্ট উপস্হাপন করা হয়। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শিফা আক্তার বলেন,অতীত ও বিজ্ঞানকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মেলায় উপস্থাপিত এসকল প্রজেক্টগুলো নিয়ে কাজ করছেন তারা।
স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে অধিকতর সুন্দর ভাবে প্রাণবন্ত করে শিক্ষার্থীদের মাঝে উপস্হাপন করতে এই বিশেষ দিবসে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। স্কুলের দাতা সদস্য আসাদুজ্জামান ওমেদ আলী বলেন, উপজেলার সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য বরাবরই ব্যতিক্রম আয়োজন করে থাকেন। তবে শিক্ষার্থীদের এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এলাকার সার্বজনীন মেলায় পরিণত হয়েছে। এই মেলা বিশেষ দিবসে এলাকাবাসীকে বিশেষ বিনোদনের যুগান দিয়েছেন। মেলায় অংশগ্রহনকারী প্রত্যেক শ্রেণীতে তিনটি করে পুরস্কার দেওয়া হয়। মেলায় ৬৪টি প্রজেক্টের মধ্যে সেরা পুরস্কার পায় দি মাস্কেটিয়ার্স দলের উপস্থাপন প্রজেক্ট “অবস্টেকল এভয়ডিং রোবট কার”।