
শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে স্বৈরাচারী সরকারের প্রহসনের নির্বাচনে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাতাব্বরের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগন এবং গাজীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ।
রোববার(২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা করেছেন তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের প্রহসনের নির্বাচনে পরিষদে বসা চেয়ারম্যান সিরাজুল হক মাদবর তার, অধিনস্হ কয়েকজন মেম্বার সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড না করে দুর্নীতির মাধ্যমে নিজের পকেট ভারী করেছে। আর জনগনকে বঞ্চিত করেছে তাদের ন্যায্য অধিকার থেকে। তারা বিরুদ্ধে স্বজন প্রীতিরও অভিযোগও রয়েছে।
বক্তারা আরও জানান, মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করবেন।
গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক মনির সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আব্দুল হাকিম পিন্টু,জেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার প্রমুখ।