পলাশ মণ্ডল রুবেল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণভোট ২০২৬ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণভোট বিষয়ক এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আলম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার মো. সজীব আহমেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মেরাজুল ইসলাম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ নাছির আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটার সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য প্রচার-প্রচারণা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে জানায়, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি ঐতিহাসিক সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং ভোট প্রদানের প্রক্রিয়া ব্যাখ্যা করতে দেশজুড়ে সরকারি উদ্যোগে ‘অবহিতকরণ সভা’ পরিচালিত হচ্ছে।
এই সভাগুলোর মূল তথ্যসমূহ হলো—
তৃণমূল পর্যায়ে গণভোট নিয়ে বিভ্রান্তি দূর করা, এর গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করা। বিশেষ করে ‘জুলাই জাতীয় সনদ’ (সংবিধান সংশোধন) এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন—সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা।
উপজেলা ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা (ইমাম, পুরোহিত), গ্রাম পুলিশ, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।