
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর থানার বিভিন্ন এলাকায় সোমবার (২৭ অক্টোবর ২০২৫) রাতে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন উদ্দেশ্যে নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রীপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালনার ফলে এলাকায় অপরাধের মাত্রা কমে এসেছে এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।