
আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি ব্যবহার করে ভুয়া ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী।
তিনি শ্রীপুর থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, গত ২৯ জানুয়ারি দুপুর আনুমানিক ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, Amar Desh নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে একটি পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়, বিল্লাল হোসেন বেপারীর জীবন সংকটাপন্ন। শ্রীপুর পৌর বিএনপির একটি গ্রুপ তাকে যে কোনো সময় হত্যা করতে পারে।
জিডিতে তিনি বলেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে তাঁর নাম ও ছবি ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে এটি গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. এম. রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মো. বিল্লাল হোসেন বেপারী জানান, উক্ত পোস্টের কারণে নিজের জীবননাশের আশঙ্কা করছেন তিনি। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান।
এ ঘটনায় একটি জিডি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ।