
লুৎফর আজাদ টাংগাইল সখিপুর প্রতিনিধি
বিস্তারিত খবর : সখীপুর উপজেলায় বানিয়ারছিট-বড়চওনা সড়কের মাচিয়া বাজার পর্যন্ত মাত্র দুই কিলোমিটার কাঁচা সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বানিয়ারসিট ও মাচিয়া গ্রামের মানুষ এই কর্মসূচি পালন করে। দুই গ্রামের শতাধিক সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা কাদা সড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন। ভুক্তভোগীরা জানান, উপজেলার বড়চওনা বাজার থেকে বানিয়ারসিট বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক। এর মধ্যে বড়চওনা থেকে মাচিয়া পর্যন্ত তিন কিলোমিটার সড়ক পাকা হয়েছে। মাচিয়া থেকে বানিয়ারসিট পর্যন্ত ২ কিলোমিটার সড়ক কাঁচা থাকায় ওই গ্রামের মানুষদের বর্ষাকালে বড়চওনা বাজারের ইউনিয়ন পরিষদে যেতে কমপক্ষে ১২ কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হয়। বানিয়ারছিট বাজারের ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, উপজেলা শহর ও ইউনিয়ন পরিষদে যেতে হলে এই এলাকার মানুষের এই সড়কটি ছাড়া আর কোন বিকল্প নেই। বড়চওনা হচ্ছে উপজেলার সবচেয়ে বড় হাট। এই এলাকার উৎপাদিত পণ্য বাজারে নিতে হলে কমপক্ষে ১২ কিলোমিটার ঘুরে আড়াইপাড়া-কচুয়া হয়ে আসতে হয়। এতে কৃষকের খরচ বেড়ে যায়। বানিয়ারসিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে ফজলুল হক বলেন, মাচিয়া থেকে কমপক্ষে শতাধিক শিক্ষার্থী বর্ষাকালে গিরু সমান কাদা মাড়িয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসে। কাদার কারণে অনেক শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসে না। মাত্র ২ কিলোমিটার সড়কের জন্য এই এলাকার মানুষের যাতায়াতে অনেক ভোগান্তি পোহাতে হয়। সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তামিম বলেন, ‘চারদিন আগে এই সড়কে স্কুলে আসার সময় পা পিছলে পড়ে যাই এবং মারাত্মক ভাবে আহত হই।’ বড়চওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া বলেন, ‘সড়কটি পাকা হলে এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবে। আমরা এই সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।’ বানিয়ারসিট গ্রামের আমজাদ হোসেন বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু কাঁচা সড়কের কারণে বর্ষাকালে কাদা ও শুকনো মৌসুমে ধুলাবালির মধ্যে তাদের চলাচল করতে হয়, যা শিক্ষার্থীদের জন্য অনিরাপদ ও স্বাস্থ্যঝুঁকি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এই সড়কটি পাকা করার দাবিতে এর আগেও মানববন্ধন হয়েছে। ওই সময়ের সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পাকা করার কথা দিলেও তারা তা বাস্তবায়ন করতে পারেনি। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফুর রহমান বলেন, আগামী অর্থবছরে এ ২ কিলোমিটার সড়ক পাকাকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।