
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইবি’র বিত্তিপাড়া (কুঠি) বাজারের পাশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়া গ্রামের দুই মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, আহত দুই আরোহীর অবস্থাই এখনো আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে নিরাপদ গতিতে যান চলাচলের প্রতি সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।