মোজাম্মেল হোসেন,সন্দ্বীপঃ সন্দ্বীপ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধিবেশন ও TLCC (Town Level Coordination Committee) এর সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯ জুলাই)পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মংচিংনু মারমার সভাপতিত্বে এই অধিবেশনে সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলরবৃন্দ,পৌর কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অধিবেশনে রাজস্বখাতে ৩ কোটি ৯১ লক্ষ টাকা ও উন্নয়ন খাতে ৫০ কোটি সহ সর্বমোট ৫৩ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়, যার মধ্যে রাজস্ব আয়, সরকারি বরাদ্দ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা অন্তর্ভুক্ত। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, পরিচ্ছন্নতা,ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন ও পানি সরবরাহ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম,সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার মাহমুদুল হক,জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার,পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম,পৌর নক্সাকার রবিউল ইসলাম, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন,মোঃ কাউছার,রোজিনা আক্তার,বিএনপি নেতা যথাক্রমে জাকের হোসেন বিপুল,মোঃ মাইনউদ্দীন,সাইফুর রহমান শামীম,আনোয়ার হোসেন,মোঃ আকরাম হাছান, নাগরিক সমাজের প্রতিনিধি মোঃ সোহেল রানা আকবর, মাকছুদুর রহমান বাবুল, মাস্টার আকবর হোসেন,পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এস এম মশিউল আলম শিবলী, ডা. সোহরাব হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান ,এনজিও প্রতিনিধি বাদল রায় স্বাধীন,দুলাল চন্দ্র দাশ সহ আরো অনেকে।
পৌর প্রশাসক মংচিংনু মারমা তার বক্তব্যে বলেন, "এই বাজেট জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গঠনে বদ্ধপরিকর।"
এছাড়াও অধিবেশনে বিগত বছরের বাজেটের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, বর্তমান আর্থিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
স্থানীয় ভারপ্রাপ্ত কাউন্সিলরগণ ও উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় জনগন ও গনমাধ্যম কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে চলমান সমস্যার কথা তুলে ধরেন এবং তা বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
সাধারণ জনগণের মতামত গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনায় অংশগ্রহণমূলক প্রশাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পৌর কর্তৃপক্ষ।