নিজস্ব প্রতিবেদক: সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি (Senior Vice President) হিসেবে মনোনীত হয়েছেন।
সমাজসেবা, মানবাধিকার রক্ষা এবং নারী-শিশু সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করা এই মানবাধিকার নেত্রীকে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে তার অগ্রগামী ভূমিকা ইতোমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে। দায়িত্বশীল, সৎ ও মানবিক নেতৃত্বের জন্য তিনি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন।
মনোনয়ন লাভের পর প্রতিক্রিয়ায় সেহলী পারভীন বলেন—
“এই পদ আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি বাড়িয়ে দিয়েছে দায়িত্বও। সাংবাদিকতা সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম। আমি চাই সাংবাদিকরা আরও নিরাপদ ও সহায়ক পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সত্য ও মানবতার পক্ষে কাজ করেছে— আমি সেই ধারা আরও শক্তিশালী করতে চাই।”
তিনি আরও বলেন, “হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মাধ্যমে আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার, সমাজকল্যাণ এবং সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় কাজ করে যেতে চাই। যারা আমাকে ভালোবাসেন ও সমর্থন করেন— সবাইকে আন্তরিক ধন্যবাদ।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন,
“সেহলী পারভীন শুধু একজন মানবাধিকার নেত্রীই নন, তিনি সাহসী ও জনদরদী সমাজসেবক। তার সততা, নেতৃত্বগুণ এবং দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। যোগ্য নেতৃত্বকে আমরা সবসময় মূল্যায়ন করি। তার অংশগ্রহণ সংগঠনের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,“গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা ও সামাজিক সচেতনতার সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। নতুন এই নেতৃত্ব প্রেস ক্লাবকে আরও শক্তিশালী করবে।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত এর সম্পাদকমণ্ডলীর সভাপতি, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক সোনালী সময় পত্রিকার উপদেষ্টা মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বলেন,
“সেহলী পারভীন একজন নির্ভীক মানবাধিকার কর্মী। তার নিরলস কাজ আমাদের মুগ্ধ করে। দায়িত্ব, নৈতিকতা ও মানবতার প্রতি তার গভীর সচেতনতা রয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি সংগঠনের মান উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
“বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সত্য প্রকাশের পক্ষে অটল। আমরা বিশ্বাস করি— নতুন নেতৃত্ব সাংবাদিকতার বিকাশ, পেশাগত নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”
কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা বলেন,“সেহলী পারভীন সবসময় মানবতার পাশে থেকেছেন। নারী অধিকার, শিশু নিরাপত্তা ও মানবিক সেবায় তিনি অগ্রগামী ভূমিকা পালন করেন। তার মতো দূরদর্শী ও মানবিক নেত্রীকে সিনিয়র সহ-সভাপতির পদে দেখতে পেয়ে আমরা গর্বিত।”
তিনি আরও বলেন,“নারী সাংবাদিকদের নিরাপত্তা, দক্ষতা ও কর্মপরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তার নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।”
সেহলী পারভীনের কর্মপরিধি প্রসঙ্গে ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রহমান বলেন—“সেহলী পারভীন দেশের নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ হতে পারেন। সততা, কর্মদক্ষতা এবং ডায়নামিক নেতৃত্বের গুণে তিনি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছেন।”