
মোঃ নাজিম আলী, রাঙামাটি জেলা প্রতিনিধি:-
সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে আগামী ০২ ও ০৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি ম্যারাথন, ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা। এ উপলক্ষে আজ (২৮ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
সভায় আগত অতিথিরা খেলাধুলার মাধ্যমে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, শান্তি ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন,
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাঙামাটিতে পুলিশ ও জনসাধারণের যৌথ অংশগ্রহণে এই প্রতিযোগিতাগুলো সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।
সভায় আসন্ন প্রতিযোগিতাগুলো সুষ্ঠুভাবে আয়োজন ও সফলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দপ্তরের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।