নিজস্ব প্রতিবেদক | দৈনিক মাতৃজগত
রাজধানীর পল্লবী থানায় মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক এস. এম. রফিক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার ১১ নম্বর সেকশনে অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত অবস্থায় এস. এম. রফিক হঠাৎ মাথা ঘোরা অনুভব করেন এবং অচেতন হয়ে পড়েন। উপস্থিত পুলিশ সদস্য ও সহকর্মী সাংবাদিকরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধোঁয়া ও ক্লান্তির কারণে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা সাংবাদিক এস. এম. রফিকের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি সবসময় দায়িত্বশীলভাবে কাজ করেন, তার মতো সাংবাদিকদের আমরা শ্রদ্ধা করি।”
উল্লেখ্য, সম্প্রতি পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযানে গত এক সপ্তাহে বহু মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।