সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
ঘোষনা
বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষক কো-অপারেটিভ ‘কালব’ অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে দেড়শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক মনপুরায় অবৈধ স-মিলের দৌরাত্ম্য বেড়েই চলেছে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ – নীলফামারীতে পলিথিন বিরোধী অভিযান। ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ সিংগারবিল ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে হাঁটু পানি, চরম ভোগান্তিতে নগরবাসী গলাচিপা ইউনিয়নের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে বহিষ্কার “পুলিশের ওপর হামলা মামলার আসামি ইসলামি আন্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম শাখার এক নেতা। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে দিনভর বিক্ষোভ করে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশের’ নেতাকর্মীরা আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

সাংবাদিক মশিয়ার রহমান খানকে শেষ শ্রদ্ধা গাইবান্ধা প্রেসক্লাবের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

গাইবান্ধা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা জানালেন সাংবাদিক মশিয়ার রহমান খানকে। বুধবার বাদ মাগরিব সাংবাদিক মশিয়ার রহমান খানের মরদেহ কাচারি বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে নিয়ে আসা হয়। সেখানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বক্তব্য দেন অধ্যাপক মাজহারউল মান্নান, গোবিন্দলাল দাস, ওয়াজিউর রহমার রাফেল, সাইফুল ইসলাম দুলু, অধ্যাপক মমতাজুর রহমান বাবু, কবি দেবাশীষ দাশ দেবু, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, মো. খালেদ হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা জোবায়ের আলী। পরে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা প্রেসক্লাব, গাইবান্ধা নাগরিক মঞ্চ, উদীচী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সাতভাই চম্পা, মহিলা পরিষদ, সিপিবি নারী শাখাসহ বিভিন্ন সংগঠন।
এরপর বাদ এশা গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এর আগে ভোরে ঢাকার রামপুরায় ছেলে ডা. ইশতিয়াক খান নির্ঝরের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের সাবেক জেলা প্রতিনিধি, সাপ্তাহিক গাইবান্ধা ও দৈনিক সন্ধান এর সম্পাদক, ছড়াকার ও সংগঠক মশিয়ার রহমান খান (ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি শহরের ব্রিজ রোডের বাসিন্দা ছিলেন।
মশিয়ার রহমান খান ১৯৫০ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হেমায়েত হোসেন খান, মাতা- মজিদা খানম। ৬ ভাইয়ের মধ্যে তিনি ৫ম। এক ছেলে ইশতিয়াক খান নির্ঝর একজন চিকিৎসক। তার স্ত্রী তানজিনা আকতার রাকা আগেই মারা গেছেন।
মশিয়ার রহমান খান গত শতকের ষাটের দশকে সাহিত্য চর্চা শুরু করেন। তিনি ছড়া লিখে স্থানীয় ও জাতীয় পর্যায়ে যথেষ্ট সুনাম অর্জন করেন। দীর্ঘ বছর ছড়া লিখলেও ২০২৫ সালে একুশের বই মেলায় তাঁর রচিত আমরা ছিলাম খোঁয়াড়ে নামে একটি ছড়া গ্রন্থ প্রকাশিত হয়, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়াও ছন্দের আলপনা ছড়া সংকলনের তিনি অন্যতম লেখক। শিশু সংগঠন সাত ভাই চমপা ও গাইবান্ধা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
মশিয়ার রহমান খান ১৯৭২ সালে বার্তা সংস্থা বাংলাশে প্রেস ইন্টারন্যাশনাল (বিপিআই)-এর গাইবান্ধা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৪ সালের শেষদিকে দৈনিক বাংলার বাণী-তে যোগ দেন। ১৯৭৮ সালের ১ জানুয়ারি থেকে দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক-এর গাইবান্ধা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি গাইবান্ধা থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক গাইবান্ধা ও পরে দৈনিক সন্ধান এর সমপাদক ও প্রকাশক ছিলেন। তিনি ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল পর্যনত্ম অবিভক্ত গাইবান্ধা প্রেসক্লাব-এর সাধারণ সমপাদকের দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991