মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা: যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ অবশেষে ধরা পড়েছে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন দুই সহযোগী— শেখ বাদশা ও জুয়েল রানা। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার থেকে তাদের আটক করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। তার নেতৃত্বে সন্ত্রাসী দল প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিত এবং ব্যবসায়ী ও দোকানপাট থেকে চাঁদা আদায় করত। এসব কারণে এলাকাবাসী ভয়ে দিন কাটালেও গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মুখে। কোপা মাসুদ সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানা একই উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ মানুষের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ধরা পড়া আসামিদের কাছ থেকে জব্দ করা চাপাতি ও মাদকদ্রব্য প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কোপা মাসুদের বিরুদ্ধে অন্তত পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। আরও একাধিক অভিযোগ তদন্তাধীন আছে। সেনা ক্যাম্পে রাখার পর বৃহস্পতিবার দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তার সাতক্ষীরায় স্বাভাবিক শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে।