আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ জুন) ভোরে অভিযান চালিয়ে ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকাল চেকপোস্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৬৯৬ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৫৫ লাখ টাকা।
এ সময় নগত ১৩ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।
আটককৃত নারী সাতক্ষীরা সদরের ভোমরার ইমাম হোসেনের স্ত্রী নাসরিন নাহার।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি।