সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নব-নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১" শ ৭টি ওয়ার্ডের ইউপি সদস্য ও ৩৫টি সংরক্ষিত আসনের ইউপি সদস্যাকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকনুজ্জামান বাপ্পী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ।