
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ৭৬৪)-এর পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নারিকেলতলাস্থ ইউনিয়ন চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ট্রাক ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু সরদারের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি শেখ সাইদ আহমেদ রঞ্জু, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, সড়ক সম্পাদক মহিবুল ইসলাম দুলালী, যুগ্ম সম্পাদক রজত হালদার, দপ্তর সম্পাদক শেখ মনিরুজ্জামান এবং কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন সুজন, আবুল হোসেন প্রমুখ।
এছাড়াও জেলা ট্রাক ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শেখ শফিউল্লাহ মনি, উপদেষ্টা অধ্যাপক আলমগীর কবির, সাবেক সভাপতি আঃ রকিব, কোষাধ্যক্ষ মোঃ আশরাফ হোসেনসহ শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।