
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম এর স্ত্রী
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম আর নেই।
শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাসভবনে রান্না করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারালে তাৎক্ষণিকভাবে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমা ড. দিলারা বেগম সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বরেণ্য শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক আনিসুর রহিম (মরহুম)-এর স্ত্রী ছিলেন।
শিক্ষা বিস্তারে তাঁর অবদান, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি সাতক্ষীরার মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য, ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সাতক্ষীরার সাবেক সভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তার আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোক ও বেদনার অনুভূতি বিরাজ করছে।