সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবির পক্ষ থেকে অন্ধ, ভূমিহীন ও ছিন্নমূল ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু’র সভাপতিত্বে অন্ধ, ভূমিহীন ও ছিন্নমূল ব্যক্তিদের মাঝে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি'র পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বাঁশদহা পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী, সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।