
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাতক্ষীরার গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডাঃ শহিদুল আলম।
সাতক্ষীরা ৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসন থেকে তিনি মনোনয়ন দাখিলের পর ১% ভোটার তালিকায় ত্রুটির কারণে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম ইসি’তে আপিল করেন।
রবিবার (১১ জানুয়ারি) ঢাকায় আপিল শুনানি শেষে সাতক্ষীরা ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক ডাক্তার শহিদুল আলম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এবং তিনি প্রার্থীতা ফিরে পান। ডাক্তার শহিদুল আলমের নির্বাচনী মার্কা হয়েছে ফুটবল।
আপিল শুনানির সময় স্বতন্ত্র এই প্রার্থীর সাথে ছিলেন, তার দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বস্ত সহচর নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপি’র সাধারণ সম্পাদক মিলন কুমার, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি কিসমত বারী সহ নির্বাচনী এলাকার বিএনপি’র নেতৃবৃন্দ।
ডাক্তার শহিদুল আলমের প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে সাতক্ষীরা ৩: (কালিগঞ্জ ও আশাশুনি) উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পথে প্রান্তরে জনসাধারণের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে। ইতিপূর্বে এই নির্বাচনী এলাকায় বিএনপি থেকে ডঃ শহিদুল আলমকে দলীয় মনোনয়নের দাবিতে টানা ১৮ দিন রাজপথে মানুষের আন্দোলন সংগ্রাম চলমান ছিল। শহিদুল আলম সমার্থকরা মনে করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাঃ শহিদুল আলমকে ভোট দিয়ে নির্বাচিত করবে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ।