রানা ইস্কান্দার রহমান: গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান। স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন- (জেড এফ) এর আয়োজনে, ডা.মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, যমুনা প্লাজা, সু- প্যালেস, গাইবান্ধা ও ভিক্টর লাইফস্টাইলের সার্বিক সহযোগিতায় আজ ২৫ নভেম্বর শনিবার উপজেলার মান্দুয়ার পাড়া দারুস সালাম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, জোরগাছার ভিটার ক্বারীমিয়া মাদ্রাসা, নলডাঙ্গা কবরস্থান মাদ্রাসা,তালিমুসছুন্না মাদ্রাসা,মিফতাহুল উলুম মাদ্রাসার দুঃস্থ, এতিম হাফিজিয়া পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ১ম ধাপে ১২৫ টি পবিত্র কোরআন মাজিদ প্রদান করার হয়৷
উক্ত কোরআন মাজিদ প্রদান অনুষ্ঠানে মান্দুয়ার পাড়া বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোনার ফাউন্ডেশনের উপদেষ্টা মো.কামাল আযমী, জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন, ক্বারী রবিউল ইসলাম, মো.হাফেজ শামীম,মো. মাজেদ, আলোকিত জীবন ফাউন্ডেশনের সভাপতি মাহিন মিয়া,সাধারণ সম্পাদক মো.হারুন অর রশিদ প্রমুখ।
উল্লেখ্য জোনার ফাউন্ডেশন ২০১৪ সালে জুলাই মাসে কর্ম এলাকার আর্থ - সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন , আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিক , অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে জোনার ফাউন্ডেশন। আত্ম প্রকাশের পর থেকে গ্রামীন আর্থসামাজিক উন্নয়নে, দুর্যোগকালীন সময়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, ও অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা করে আসছে জোনার ফাউন্ডেশন। গত ২০২২ সালের ২০ জুলাই গ্রামীণ এলাকায় শুদ্ধ ভাবে কোরআন শেখানো লক্ষ্যে জেড এফ কোরআন শিক্ষা মাকতাব কার্যক্রম শুরু করে।