"বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা" প্রতিপাদ্য বিষয়ের আলোকে নওগাঁর সাপাহারে এইড কমিটির সদস্যদের উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বিকাল ৪ টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি আলহাজ্ব শাহ্জাহান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রতিপাদ্য বিষয়ের আলোকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ এ,কে,এম, মোজাম্মেল হক চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত
থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ: আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ,ডি,এম, গোলাম রসুল, নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান পিটুু, নওগাঁ জেলার বিজ্ঞ পিপি আব্দুল খালেক, নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান পিটুু, জেলা লিগ্যাল এইড অফিসার আইভিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্হ্য প,প, কর্মকর্তা, রুহল আমিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মনিরুজ্জামান টকি।