সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
জুলাইয়ের গণঅভ্যুত্থান বদলেছে ক্ষমতার পালা, বদলায়নি সাংবাদিকদের ভাগ্য গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি গৌরীপুরে বিএনপিতে শৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ পাঁচ নেতা পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার গৌরীপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রক্তক্ষয়ী রূপ নিল গলাচিপায় তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি রাজশাহীতে অপারেশনস্ ফার্স্ট লাইট অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা আসন্ন ১৪ ডিসেম্বর “শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ ” এবং ১৬ ডিসেম্বর “মহান বিজয় দিবস-২০২৫” যথাযথ মর্যাদায় উদযাপনের উপলক্ষ্যে আজ চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ৯ই নভেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গীতিকবি এম আর মনজু’র ৭০ তম জন্মদিন আজ ( ১০ নভেম্বর ২০২৫ ) পুঠিয়া দুর্গাপুর -৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে হত্যা মামলায় নাসরিন বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ, একাধিক আসামী পলাতক চট্টগ্রামের মুরাদপুরে আজ রোববার সকালে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এসময় ধাওয়া দিয়ে তিনজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য নাদিম গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া-৪ এ মুশফিকুর রহমানের নির্দেশে বিএনপির লিফলেট বিতরণে গণজোয়ার ব্রাক্ষণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন গোপালপুরে শিক্ষকের শিক্ষক প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে আ’লীগ নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন নাটোরে সরকারি গাছ কাটার অভিযোগ ইউনিয়ন জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে

সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার কার্যালয় ও সম্পাদকের বাসায় সশস্ত্র সন্ত্রাসী হামলা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর উপজেলা শাখায় সহ-সভাপতি দক্ষিণ বগুড়ার বিশিষ্ট সাংবাদিক বগুড়া প্রেসক্লাবের সদস্য সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলুর পত্রিকার কার্যালয় ও বাসায় হামলা চালিয়েছে রাজ্জাক বাহিনীর সশস্ত্র সদস্যরা।

গত রবিবার (১০জুলাই) পবিত্র ঈদ-উল-আযহা’র দিন সন্ধ্যায় শেরপুর শহরের শান্তিনগরস্থ বাসা ও সংলগ্ন পত্রিকার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় পরদিন সোমবার (১১জুলাই) আজকের শেরপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে।

এরমধ্যে মাসুদুর রহমান লিটন নামে এজাহার নামীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (১২জুলাই) বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

এদিকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা।

সেইসঙ্গে ঘটনায় জড়িত অন্যদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযোগে জানা যায়, শেরপুরের স্থানীয় চামড়া ব্যবসায়ী (ফড়িয়া) আব্দুর রাজ্জাক (১০ জুলাই) রবিবার শেরপুর পৌরশহরে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন শান্তিনগর এলাকায় কোরবানীর পশুর চামড়া ক্রয় করে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার কার্যালয়ের প্রধান ফটকের সামনে স্তুপ করে রাখেন।

বিষয়টি দেখে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ আল মালেক স্তুপ করে রাখা চামড়া সরিয়ে নেওয়ার জন্য আব্দুর রাজ্জাককে অনুরোধ করেন।

কিন্তু চামড়াগুলো সরিয়ে নেওয়ার পরিবর্তে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন রাজ্জাক।

পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হয়ে যায়। কিন্তু কিছু সময় পরই আব্দুর রাজ্জাকের ভাড়াটে একদল মুখচেনা সন্ত্রাসী রাম-দা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে শান্তিনগর এলাকায় এসে অবস্থান নেয়।

এমনকি ওইসব অস্ত্র উঁচিয়ে নানা রকম অশালিন ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করতে থাকে। এসময় তাদের শান্ত করার চেষ্টা করলে হাবিল খন্দকার ওয়াই ও লিটন ভাটকে ধাওয়া দেন সশস্ত্র সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদকের বাসায় প্রবেশ করে প্রধান ফটক লাগিয়ে দেন তারা। এরপর সশস্ত্র সন্ত্রাসীরা ওই বাসায় হামলা চালায়।

এমনকি তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাসার প্রধান ফটকে উপর্যপুরি আঘাত করতে থাকে। একপর্যায়ে পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু বাইরে থেকে বাসায় এলে প্রধান ফটকে হামলাকারীদের তান্ডব দেখতে পান এবং তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এসময় শান্তিনগর মহল্লার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে নানা রকম হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ-ময়নুল ইসলাম পত্রিকার কার্যালয় ও সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলুর বাসায় যান। উক্ত ঘটনায় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

এব্যপারে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃশহিদুল ইসলাম প্রসঙ্গে বলেন, হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এছাড়া তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে ঘটনার বর্ণনা শোনেন। পরবর্তীদের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়। সেইসঙ্গে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991