
নিজস্ব প্রতিবেদক :-
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোরশেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল কালাম মাস্টার, কেন্দ্রীয় সদস্য ও সাংবাদিক নেতা লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, কেন্দ্রীয় নেতা সুরুজ কবির খানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ তাঁতীদলের আওতাধীন বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
তাঁরা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র, জাতীয় ঐক্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন।
উল্লেখ্য, গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।