
নিজস্ব প্রতিবেদক, লন্ডনঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন লন্ডন থেকে প্রকাশিত দৈনিক সোনালী সময় ও দৈনিক প্রতিবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার।
লন্ডন থেকে পাঠানো এক শোকবার্তায় সোহেল সরকার বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক এবং আপসহীন নেত্রীকে হারালো। বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।”
শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য যে, সোহেল সরকার যুক্তরাজ্য প্রবাসী একজন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি একাধারে তাড়াশ টাইমস, রোজ টিভি ইউকে, ডেইলি ঢাকা মেইল, প্রমথ আলো, ৭১ প্রজন্ম বাংলা, দৈনিক চাঁদপুরের আলো এবং বাংলা নিউজ মিডিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
সোহেল সরকারের এই শোকবার্তায় লন্ডন ও বাংলাদেশের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।