
শেখ মোঃ হুমায়ুন কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:-
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর শোক:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক এবং গণতন্ত্রের মা। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ইতিহাস চিরকাল স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে জাতি এক মহান পথপ্রদর্শককে হারালো।”
সংক্ষিপ্ত জীবনী ও রাজনৈতিক ক্যারিয়ার:
জন্ম: ১৫ আগস্ট ১৯৪৫, দিনাজপুর।
রাজনৈতিক পথচলা: ১৯৮২ সালে বিএনপিতে যোগদান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন।
রেকর্ড: তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে মোট তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অংশ নেওয়া কোনো নির্বাচনেই তিনি কখনো পরাজিত হননি।
শোক ও দোয়া:
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও দৈনিক মাতৃজগত পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তারা মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন