ঢাকা জেলার সাভারে চোরাই অটোসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার । ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশশিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে ডিবি (উত্তর) ঢাকা জেলার এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এসআই (নিঃ) মোঃ রাজীব হোসেন, এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত, এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকষ টিম সাভার মডেল থানা ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৩/০৫/২০১৩ ইং তারিখ ০৪টি ছাদযুক্ত ব্যাটারিচালিত অটোরিক্সা ও ০৫ টি ছাদবিহীন ব্যাটারিচালিত মিশুকসহ চোরচক্রের ০২ জন সদস্য ও চোরাইকৃত অটোরিক্সা/মিশুক ক্রেতাসহ ০৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বিল্লাল (৩৫), পিতা-মৃত ইব্রাহিম বেপারী, সাং-নাগেরপাড়া, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর, এ/পি-২৩৯/৩ শহিদনগর, লালবাগ, ডিএমপি ঢাকা (ভোটার আইডি কার্ডে উল্লেখিত), এপি সাং-ভাংনা পশ্চিম পাড়া পুকুর পাড়, উকিলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ হৃদয় জাবেদ (২৪), পিতা-মোঃ রিয়াজ জাবেদ, সাং-৬২ পুরাতন মোগলটোলা, ইমতিয়াজ ভিলা, মানসী সিনেমা হলের পিছনে, থানা-বংশাল, ডিএমপি, ঢাকা, এ/পি সাং- গোলামবাজার, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ দুলাল বেপারী (৪২), পিতা-মৃত মইজ উদ্দিন বেপারী, সাং- সুজাবাজ, গড়িসার, থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর, এ/পি সাং- ভাংনা, হিজলতলা মসজিদ সংলগ্ন, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা । ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা দীর্ঘদিন যাবত সাভার মডেল থানা এলাকাসহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অটোরিক্সা/ মিশুক চুরি করিয়া পরস্পর যোগসাজশে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উক্ত চোর চক্রের সাথে আরো কারা জড়িত আছে সেই সংক্রান্ত তদন্ত অব্যাহত আছে ।