সাভারে ডিবি (উত্তর), ঢাকা জেলা কর্তৃক লুন্ঠিত মালামাল সহ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার এবং ০১ জন আসামী গ্রেফতার করা হয়েছে ।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহাদাত গত ০৫/০৫/২৩ ইং তারিখ রাতে সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাভার থানার মামলা নং-২৪, তাং-১২/০২/২০২৩, ধারা- ৩৮১ পেনাল কোড এবং সংযোজিত ধারা-৩৯৫/৩৯৭/৪১৩ পেনাল কোড মামলার অন্যতম আসামী মোঃ রাসেল (২৫), পিতা-মোঃ রাশেদ শেখ, মাতা-রাশিদা শেখ, মাতা-সাং-ঘোপসিলেন্দা, থানা-আমিনপুর, জেলা-পাবনা, এ/পি সাং-আড়াপাড়া, রশিদ মেম্বারের মোড়, মোশারফের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা কে লুন্ঠিত ১০ (দশ) পিস পানির মিটারসহ এবং তাহার দেখানো মতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
উক্ত মামলায় আরো কেউ জড়িত আছে কিনা সেই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।