সিনিয়র স্টাফ রিপোটার, গাইবান্ধা;
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে উঠল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত সুন্দরগঞ্জ’-এর সদস্য সম্মেলন। শুক্রবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই মহতি আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্লিপিং পাথ সেন্টারের সিইও সেলিম আহমেদ। তিনি সমাজসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে চারজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক সাঈদা জান্নাত বাঁধন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান মুকুল।
এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আলমগীর ফারুক, অর্থ সম্পাদক লেলিন, সাংবাদিক সুদীপ্ত শামীম, জয়ন্ত সাহা যতন, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নুর আলম মিয়া নুর, মাহফুজুর রহমান মাইদুল, দেলোয়ার হোসেন শাকিল, আল আমিন ইসলাম আকাশ প্রমুখ।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল নতুন কেন্দ্রীয় কমিটি গঠন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান মুকুল। সর্বমোট ৩৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়, যারা আগামী দুই বছরের জন্য সংগঠনটির দায়িত্বভার গ্রহণ করবেন।