জাহাঙ্গীর আলম
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর (বুধবার) বিকেল ৩টায় ইউনিয়নের কাশিনগর এলাকায় অনুষ্ঠিত এ কর্মীসভায় বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
সভায় সভাপতিত্ব করেন সিংগারবিল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মোহাম্মদ ইসমাইল মিয়া,
এবং সঞ্চালনা করেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবন আলী, মোঃ রুস্তম আলী এবং মোঃ জুয়েল মিয়া প্রমুখ।
“আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। তাই শ্রমিক দলের প্রতিটি কর্মীকে ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার মাধ্যমে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।”
“আজ দেশের মানুষ স্বৈরাচারী সরকারের নিপীড়নে অতিষ্ঠ। শ্রমিক শ্রেণি আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার।”
সভায় উপস্থিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমিক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা একে অপরের হাতে হাত রেখে আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
“দলের ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিতাস পাড়ার অহংকার, বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে বিজয়ী করতে সবাইকে মাঠে থাকতে হবে।”
সভা শেষে নবনিযুক্ত শ্রমিক দলের সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে একাত্মতা ঘোষণা করে সমবেত স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।