
মো:আলমগীর হোসাইন ,স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মসলেউদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি শাহীনূর আলমের নির্দেশনায়, এসআই মাহবুব ও এএসআই জহিরুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে শনিবার রাতেই তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জালকুড়ি এলাকায় তল্লাশি চালিয়ে মসলেউদ্দিনের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটকের পর তাকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মসলেউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তদন্তে জানা যাচ্ছে, সে একটি স্থানীয় মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, গ্রেফতারকৃত মসলেউদ্দিনকে রিমান্ডে এনে তার সরবরাহকারী ও সহযোগীদের নাম-পরিচয় উদঘাটন করা হোক। একই সঙ্গে যারা তাকে আশ্রয় বা সহায়তা দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
এ বিষয়ে ওসি শাহীনূর আলম বলেন,
“মাদকবিরোধী অভিযানে আমাদের অবস্থান কঠোর। কেউই ছাড় পাবে না। আমরা মসলেউদ্দিনের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার সরবরাহ চক্র শনাক্তের কাজ শুরু করেছি।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসন, র্যাব-১১, জেলা ডিবি ও সাইবার ইউনিটের সমন্বয়ে এলাকায় মাদকের পুরো সরবরাহ শৃঙ্খল ভেঙে দেওয়া হবে, যাতে যুবসমাজ মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পায়।