
মোঃ আলমগীর হোসেন রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রাপ্ত প্রার্থী *আজহারুল ইসলাম মান্নান* আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছেন দলের ঐতিহ্যবাহী *ধানের শীষ* প্রতীক। প্রতীক প্রাপ্তির পর তিনি এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁওবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতিচ্ছবিই আজ আমার হাতে ধানের শীষ এনে দিয়েছে। আমরা সবাই মিলে গণতন্ত্র পুনরুদ্ধার করে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ে তুলব। তিনি আরও বলেন,ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি আমাদের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীকের বিজয় মানে জনগণের বিজয়। আজহারুল ইসলাম মান্নান সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান— ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের জয় নিশ্চিত করতে। যুবদলের শুভেচ্ছা ও অঙ্গীকার প্রতীক পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁওয়ে শুরু হয় উৎসবের আমেজ। এ সময় **২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইকবাল ভাই**-এর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা বলেন,আমরা তরুণ প্রজন্ম মান্নান ভাইয়ের পাশে আছি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করব। তারুণ্যের অঙ্গীকার: ধানের শীষে প্রথম ভোট তরুণ ভোটারদের উদ্দেশে আজহারুল ইসলাম মান্নান বলেন, তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে। আসুন, আমরা সবাই মিলে আমাদের মাটির মানুষদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি — একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ। আজহারুল ইসলাম মান্নান** জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি সোনারগাঁও উপজেলা বিএনপি প্রার্থী নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও)