
ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার:-
কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও প্রাণঘাতী সহিংসতার ছায়া নেমে এসেছে। মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি আফনান ওরফে পুতুনি (১২)।
সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের কন্যা এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ওপারে চলমান গোলাগুলির মধ্যেই একটি গুলি এসে শিশুটির শরীরে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তের ওপার থেকে আসা গুলিতেই শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার–টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল ও তেচ্ছিব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হোয়াইক্যং সীমান্তের ওপারে শনিবার সন্ধ্যা থেকে রাতভর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। রোববার সকালে সেই গোলাগুলির প্রেক্ষিতেই শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, কয়েকদিন ধরে সীমান্তের ওপারে সংঘর্ষ চলছিল। শিশুটির মৃত্যুর পর মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে উখিয়ায় দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির তথ্য তারা পেয়েছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।