
মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোটার:
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বাইতুল মোকাররমে আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচার ও খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪:৩০ মিনিটে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিলটি। এতে নেতৃত্ব দেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে ঢাকার পল্টন ময়দানে লগি-বৈঠা দিয়ে নিরীহ মানুষ হত্যা করে আওয়ামী ফ্যাসিস্টরা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল। আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। বক্তারা অবিলম্বে সেই নারকীয় হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত খুনি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অধ্যাপক মাজেদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত দিন। সেই দিন যারা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদের আজও বিচার না হওয়ায় দেশে অন্যায়ের সংস্কৃতি স্থায়ী হচ্ছে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারি, বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ দলীয় নেতা-কর্মীরা।
বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার আহ্বান জানান।