নাজিম আল হাসান রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে তবলছড়ি বাজারে গণসংযোগ ও পথসভা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ নং আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টায় রাঙামাটির তবলছড়ি বাজার এলাকায় এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়।
গণসংযোগ শুরুর আগেই বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাতে লিফলেট নিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন জানাতে বাজারের বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষকে সক্রিয় দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ নং আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ। তিনি জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যাবলি ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলেন। নির্বাচিত হলে ন্যায়-অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হকের নেতৃত্বে গণসংযোগ ও পথসভাটি পরিচালিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুস সালাম, পৌর আমীর মোঃ মাইনুদ্দিন, পৌরসভা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ, সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, পৌরসভা শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জয়নাল আবেদীন, রাঙামাটি জেলা শূরা সদস্য জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক, শফিউল আযম, ৪ নং ওয়ার্ড সভাপতি আহমদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগ ও পথসভায় বক্তৃতাকালে এডভোকেট মোখতার আহম্মদ বলেন, “রাঙামাটির মানুষ ন্যায়বিচার ও উন্নয়ন চায়, দুর্নীতি, চাঁদাবাজি, গুম-খুন ও রাহাজানিমুক্ত দেশ প্রত্যাশা করে। আপনাদের সেই প্রত্যাশার সাথে আমিও একাত্ম। নির্বাচিত হলে তবলছড়ি বাজারসহ পুরো রাঙামাটির অবহেলিত জনপদগুলোকে উন্নয়নের মূলধারায় আনা হবে।
আমি বিশ্বাস করি, জনগণের শক্তিই আমার শক্তি। আপনারা আমাকে ভালোবেসে যে সমর্থন দিচ্ছেন, তার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করবো। রাঙামাটির শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটসহ সামগ্রিক উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।
এই অঞ্চলের মানুষকে বিভাজন নয়—সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধ করব। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং জনগণের অধিকার রক্ষাই হবে আমার প্রথম প্রতিশ্রুতি।”