সানাউল্লাহর প্রতিবেদনে বিস্তারিত
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ আসনের প্রার্থী মাওলানা মুহাঃ শাহজাহান শিবলীর নেতৃত্বে বুধবার (২৬ নভেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্ছ্বসিত পরিবেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
তালতলা বাজার থেকে মহজমপুর বাজার পর্যন্ত শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীরা রিক্সা মার্কা প্রতীকের পক্ষে এলাকাবাসীর দোরগোড়ায় গিয়ে ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং দলের বার্তা পৌঁছে দেন। পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
পথসভায় মাওলানা শাহজাহান শিবলী বলেন,
“সোনারগাঁকে উন্নয়নমুখী, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক এলাকায় গড়ে তুলতে আলেম সমাজের সৎ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট ও দৃঢ়। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”
শাহজাহান শিবলী সমাজসেবামূলক কর্মকাণ্ড, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি আন্তরিক আচরণের জন্য এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর সহজ-সাবলীল নেতৃত্ব, কর্মীদের প্রতি সদাচরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার তাকে এলাকাবাসীর কাছে একজন নির্ভরযোগ্য নেতৃত্বে পরিণত করেছে।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—
মাওলানা ফজলুল হক রহমানি, সাংগঠনিক সচিব, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা
মাওলানা আবিদ হোসাইন, সভাপতি, জামপুর ইউনিয়ন খেলাফত মজলিস
মাওলানা সাইদুর রহমান সাইফি
মাওলানা নুরুল হুদা ফয়জী
মাওলানা আবুল হাসনাত
মাওলানা হযরত আলী
সহ আরও নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে শান্তি, ন্যায় ও মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততা দিন দিন বাড়ছে এবং জনগণ খেলাফত মজলিসের প্রার্থীর প্রতি আস্থা প্রকাশ করছে।