
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে
শনিবার (০৯ জুলাই) প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার তিন উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
সকালে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, বাউকোলা, তালা উপজেলার ইসলামকাটি, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার মুসল্লিরা ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে ধর্মীয় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করে।
এ ব্যাপারে বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাব্বত আলী বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি।’
সকাল সাড়ে ৭ টার সময় সদরের ভাড়ুখালী ও বাউকোলা এলাকার মুসল্লিরা বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।