
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি। আনোয়ারা (চট্টগ্রাম): আনোয়ারা উপজেলার অন্যতম মানবিক ও সামাজিক সংগঠন ‘স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন’-এর ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তৌহিদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফয়সাল কবির। নতুন কমিটিতে মোট ২২ জন বিশিষ্ট সদস্য অন্তর্ভুক্ত এবং ৬০জন কার্যকরী সদস্য , যারা সমাজসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁদের নেতৃত্বে ফাউন্ডেশনটি আগামীতেও মানবতার সেবায় কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টগণ। মানবতার পথে তরুণদের একতাবদ্ধ পদযাত্রা স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। “সবাই মিলে করি কাজ, গড়ে তুলি সুন্দর সমাজ”—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি আনোয়ারা উপজেলাসহ আশপাশের এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করছে। রক্তদান কর্মসূচি, অসহায়দের আর্থিক সহায়তা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, শীতবস্ত্র বিতরণ, ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যেই এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন আমাদের হৃদয়ের সংগঠন। আমরা বিশ্বাস করি, ঐক্য ও মানবতার মধ্য দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।” প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল কবির বলেন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়—এটি তরুণদের জন্য মানবতার পাঠশালা। আমরা চাই, প্রত্যেক তরুণ সমাজের কল্যাণে এগিয়ে আসুক।” আগামীর পরিকল্পনা ও অঙ্গীকার নতুন কার্যকরী কমিটি ইতোমধ্যে বেশ কিছু সামাজিক উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় কর্মসূচি, অসহায়দের সহায়তা প্রদান, শিক্ষা সহায়তা প্রকল্প ও বৃক্ষরোপণ অভিযান। সংগঠনের সদস্যরা জানান, এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে পুরো আনোয়ারা ও আশেপাশের এলাকায় বিস্তৃত করা হবে। স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা মানবতার সেবাকে জীবনের অঙ্গীকার হিসেবে গ্রহণ করেছেন। তরুণদের নেতৃত্বে এই সংগঠন আগামী দিনে সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি আলোকিত আনোয়ারা গড়ে তুলবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের।