মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। হবিগঞ্জ শহরের পৌরসভার শহর এলাকায় শুরু হয় অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান। হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে হবিগঞ্জ সদর থানা এলাকায় শুরু করেন, তারপর শহরের চৌধুরী বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। চৌধুরী বাজার,নতুন খোয়াই মুখ, কাঁচামাল বাজার এসব এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য সকল ব্যবসায়ীদের কে সতর্ক করা হয়, নিজ নিজ দায়িত্বে সরানোর আহ্বান করলে ও তারা কিছুক্ষনের জন্য সরানোর পর পুনরায় পুর্বের জায়গায় স্থাপনা রাখা হয়। তার পরিপ্রেক্ষিতে অভিযানকারীরা বাধ্য হয়ে তাদের উচ্ছেদ অভিযান চালায় এবং বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এবং পৌরসভার রাস্তা, ড্রেন দখল কারী ও সরকারী রাস্তা দখল কারীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এবং চৌধুরী বাজার, কাঁচামাল বাজার এর সকল অবৈধ স্থাপনাকারীদের ভবিষ্যতে যেনো অবৈধভাবে স্হাপনা গড়ে না তোলা হয় সে বিষয়ে সতর্কতা ও হুশিয়ারী দেওয়া হয়। পরে অভিযানকারীরা, শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় অভিযান চালান। অত্র এলাকার পৌর ওয়াক ওয়ের পাশে কয়েকটি বার্গার এর ভ্যানগাড়ী রাস্তার ওপর অবৈধ ভাবে স্হাপনা করে ব্যবসা করার ফলে তাদের ভ্যান গাড়ী গুলো উচ্ছেদ করা হয়। সর্বশেষে অভিযানকারীরা শায়েস্তানগর ঈদগাহ এর পার্শ্ববর্তী বেশ কয়েকটি ওয়ার্কশপের সামনে মেরামত করার উদ্দেশ্যে রাখা হয়। যা প্রায় রাস্তার অর্ধেক অংশে চলে আসে। তাদের কে সরানোর জন্য সতর্কতা ও হুশিয়ারী করে সময় দিয়ে আসা হয়। এবং শায়েস্তানগর ও পৈল রোডে ও তাদের কার্যক্রম চালিয়ে যান। আর সকল অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য সময় দিয়ে সতর্ক করে আসেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য যে, হবিগঞ্জ শহরের পৌরসভার ও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়, যা পৌরসভার সৌন্দর্য বিনষ্ট করা হচ্ছে। এবং শহরের যানজট বৃদ্ধির সাথে সাথে পৌরবাসীদের দুরবস্থার মধ্যে ফেলানো হচ্ছে। তাই তার পরিপ্রেক্ষিতে অভিযানকারী বিজ্ঞ সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে আজকের উচ্ছেদ অভিযান চালানো হয়। পৌর নির্বাহী কর্মকর্তা জানান, পৌরসভার সৌন্দর্য রক্ষার জন্য, সরকারি জায়গা দখল মুক্ত করার জন্য, পৌরবাসীর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং যানজট নিরসনের লক্ষ্যে আমাদের আজকের এই অভিযান। তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা গড়ে তোলে যানজট বৃদ্ধি করে শহরের পরিবেশ বিনষ্ট করার জন্য আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞা সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা চাই না আপনাদের পরিবারের অসহায়ের মধ্যে দিন কাটুক। তাি আমরা আপনাদের সতর্ক করে বলে দিয়ে যাচ্ছি আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন। যাতে করে আমাদের উচ্ছেদ করতে না হয়। তাদেরকে এমন বার্তা আর সময় দিয়ে উচ্ছেদ অভিযানের পরিসমাপ্তি করা হয়।