
মো:মঈন উদ্দিন( উজ্জ্বল) মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনী মাঠে নতুন প্রাণ ফিরে এসেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল–এর সমর্থনে শাহজানপুর ইউনিয়নে আগামীকাল বৃহৎ জনসভার আয়োজন করা হয়েছে। এ জনসভায়
প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন সৈয়দ মোহাম্মদ ফয়সাল হবিগঞ্জ -৪ জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ–উদ্দীপনা বিরাজ করছে।
স্থানীয় আয়োজকদের মতে, এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মানুষের ঢল নেমে আসবে বলে আশা করা হচ্ছে। প্রার্থীর উন্নয়ন ভাবনা, আগামীর পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশাগুলো তুলে ধরা হবে জনসভায়। ইতোমধ্যে মাঠপর্যায়ে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম বসানোসহ সকল প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি।
এলাকাবাসীর দাবি, এ জনসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং ভোটারদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
শাহজানপুরে আগামীকালের এই সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।