
শারমিন আরা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামের এক নারীকে আটক করেছে র্যাব।
গত বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হরিণাকুণ্ডু পৌর এলাকার চটকাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক তাছলিমা আক্তার ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাড়ি থেকে দুই কেজি গাঁজা ও আটটি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং তাছলিমা আক্তারকে আটক করা হয়।
কোম্পানি কমান্ডার আরও জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব জানায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে হরিণাকুণ্ডু থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানান, র্যাব-৬-এর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আটক নারী আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।