স্টাফ রিপোর্টার মোঃ কবির হোসেন চাঁদপুর
চাঁদপুরের হাজীগঞ্জে আবারও কাবার ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বলাখাল এলাকার বাসিন্দা সাগর চন্দ্র (২০), পিতা সঞ্জু চন্দ্র মোটরসাইকেলে করে হাজীগঞ্জ থেকে রামগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাবার ভ্যান মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সাগর চন্দ্র নিহত হন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু মোঃ ইজাজ আহমেদ (২০), পিতা ইমরান হোসেন, একই এলাকার বাসিন্দা গুরুতর আহত হন। প্রথমে তাকে হাজীগঞ্জ-আলীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, কাবার ভ্যানটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালকের অসাবধানতার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বেপরোয়া কাবার ভ্যানচালকদের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ার বিষয়টি নিয়ে।