
ইমরান খাঁন-সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
নীলফামারী সদর এর ১নং চওড়া বড়গাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এ অন্তর্ভুক্ত কাঞ্চনপাড়া রোডের বেহাল দশা কিন্তু এর সমাধানের জন্য কাজ করছে না কেউ। এতে দুর্ভোগে রয়েছে এলাকাবাসী সহ রাস্তা দিয়ে চলাচল করা যাত্রীরা।সাধারণত এ রাস্তা হাজীগঞ্জ বাজার থেকে কাঞ্চনপাড়া মোড় পর্যন্ত ১.৫ কি.মি।এর পরে আরো আছে।এ রাস্তার কাজ করে যে জনগণের দুর্দশা কমাবে এতে কোনো মানবিক নেতা বা নীলফামারী সদর এ যারা দায়িত্বে আছেন তারাও এ বিষয়ে কোনো লক্ষ্য রাখছে না।এ যেন এক নাটকীয় কাহিনী।
১ নং চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল খায়ের বিটু তো শুধু নামে চেয়ারম্যান এর দায়িত্বে আছে আর সরকারি বাজেট নিজ পকেটে ভরাচ্ছে।সে এ রাস্তা ঠিক করার জন্য কোনো মনোযোগই দিচ্ছে না তাকে এলাকাবাসী এ বিষয়ে অবগত করলেও সে উদাসীন।আর ৫ নং ওয়ার্ড এর মেম্বার মালেক তো এটা দেখার পরেও কোনো পদক্ষেপ নেয় নি বা উপর মহলকে জানাতেও সে অপারগ।আর এ ৫ নং ওয়ার্ড এর দায়িত্বে থাকা মহিলা ওয়ার্ড চেয়ারম্যান নূরীর কথা তো জনগণ বাদই দিল। এদিকে আমাদের উপজেলা পরিষদ এর দায়িত্বে থাকা কোনো প্রশাসন এ বিষয়টা দেখছে না এমনকি নীলফামারী জেলার উপর মহলে যারা আছেন তারাও কোনো ভাবেই এটা নিজের আওতায় নিচ্ছে না।যা কাঞ্চনপাড়া বাসীর জন্য দুর্ভোগের বিষয়।
এ রাস্তা দিয়ে ভ্যান,সাইকেল, কার,বাইক,ট্রাক, সিএনজি,অটোরিকশা,সহ বিভিন্ন যানবাহন নিয়মিত ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি চলাচল করে।আর এরকম এক রাস্তা যদি ভাঙ্গা থাকে তাহলে যে কোনো সময় যানবাহন কারীরা ক্ষতির সম্মুখীন হবে বল জানান এলাকাবাসী।অনেক ভ্যান চালক চেয়ারম্যান ও মেম্বার কে এ বিষয়ে বললে, “তারা শুধু শুনে যায় আর আশ্বাস দেয় কিন্তু কাজের মত কাজ করে না।তাই অনেকে অপেক্ষার প্রহর গুনতে গুনতে নিজ উদ্যেগে মাটি দেয় কিন্তু সে মাটিও অতিরিক্ত যানবাহন চলাচলে চলে যায়।এতে দিনে দিনে আরও জন দুর্ভোগ বেড়ে গেছে।
কাঞ্চনপাড়া দিয়ে নিয়মিত চলাচল কারী ভ্যান চালক ওবায়দুর রহমান জানান,আমি নিয়মিত এ রাস্তা দিয়ে ভ্যান চালাই।এ রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার পথে অনেক সময় বাধার সম্মুখীন হই মাঝে মাঝে মনে হয় গাড়ি গুলো পড়ে যাচ্ছে। অনেক চালকের কাছে জানতে চাইলে,তারা বলে আমরা শুধু নামে মাত্র চেয়ারম্যান, মেম্বার বানিয়েছি আর আমাদের উপদেষ্টা পরিষদ শুধু নামের নীলফামারীতে প্রশাসন চালায় তারা তো আমাদের কোনো কাজে আসে না। সামন্য একটা রাস্তার কাজ করতে পারে না আর তারা উন্নত বাংলাদেশ গঠনের কথা ভাবে। আমরা চাই না এমন জনপ্রতিনিধি।।
কাঞ্চনপাড়ার এ রোডের পরিত্যক্ত অংশের কাজ যাতে তাড়াতাড়ি করে জনগনের চলার পথ সহজ করে দেয় সরকারি উপরি মহল এজন্য ১নং চওড়া বড়গাছা ইউনিয়নের দায়িত্বে থাকা জনপ্রতিনিধি সহ নীলফামারী জেলার সর্ব স্তরের সরকারি কর্মকর্তা দের কাছে এ বিষয়ে কাঞ্চনপাড়া বাসী প্রত্যাশা কামনা করে।