বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ান(৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান করে মালিক বিহীন অবস্থায়-১৬০টি কম্বল ভারতীয় আটক।২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুঃ-১টা-৩০মিঃ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটলিয়ান (৩১ বিজিবি) এর অধীনস্থ ছোট মুস্নিপাড়া মোঃ এমদাদুল হক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ছোট মুস্নিপাড়া ব্রিজ সংলগ্ন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার-১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের অভিযান পরিচালনা করে।মালিক’বিহীন-১নং দক্ষিণ মাইজপাড় ইউনিয়নের ছোট মুস্নিপাড়া সীমান্ত ব্রিজ সংলগ্ন থেকে-১৬০ কম্বল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ান(৩১বিজিবি)।আজ শুক্রবার সকাল-১১টায় ছোট মুস্নিপাড়া-৩১ বিজিবি মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,চোরাকারবারিদের ফেলে যাওয়া-১৬০ কম্বল ভারতীয় যার সিজার মূল্য-৮(আট লক্ষ টাকা)।