মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
ঘোষনা
অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গার উপর নির্মিত হচ্ছে এই হাসপাতাল রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন ৩৮ টির বেশি করাতকল( স্ব-মিল)বন বিভাগ নিরব ভুমিকায়। ট্রেনের টিকিটসহ ৩ জন কালোবাজারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪/কেজি গাঁজা উদ্ধার। নীলফামারী – ২ আসনে বিএনপি’র প্রার্থী সাইফুল্লাহ রুবেল ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের প্রতি এলাকাবাসীর শুভেচ্ছা ও সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গলাচিপা-দশমিনায় হাসান মামুন এর নাম প্রার্থী তালিকায় না থাকায় ক্ষোভের ঝড় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওবাসীর ভালোবাসায় ধানের শীষ প্রতীক পেলেন আজহারুল ইসলাম মান্নান খেলাধুলা থেকে রাজনীতিতে আজ ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম

১১ দিনেও উদ্ধার হলো না ” রিয়াদুল মামুন সোহাগ ” নামের ফেইসবুক পেইজটি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৪৩ বার পঠিত

হ্যাক হওয়ার ১১দিনেও উদ্ধার হলো না ” রিয়াদুল মামুন সোহাগ ” নামের ফেইসবুক পেইজটি।হ্যাকারের দাবি করা পেমেন্ট করেও মিললো না জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ এর ফেইসবুক পেইজটি।ফেইসবুক পেইজ লিংক- http://www.facebook.com/shohagh.sandwipi

উল্লেখ্য যে,গত ৮ই নবেম্বর রাত আটটায় রিয়াদুল মামুন সোহাগ তার ব্যবহৃত ফেইসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে দেখেন তার পেইজের এডমিন তিনি নিজেই নেই।সাথে সাথে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলামকে জানায়।এরপর রাত ১১টায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ডায়েরি নং-২৯০/২২।

ফেইসবুক পেইজটি হ্যাক হওয়ার তিন দিন পর হ্যাকার নিজেই ফেইসবুক মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলেন ফেইসবুক পেইজটি আমি হ্যাক করেছি,বিশ হাজার টাকা দিলে তুর আইডি ফেরত দেওয়া হবে।শুরু হয় দর কষাকষি।এক পর্যায়ে হ্যাকার পাঁচ হাজার টাকায় আইডি ফেরত দিতে রাজি হয়।শর্ত ছিলো তিন হাজার টাকা দিলে ফেইসবুক পেইজটি ফেরত দিবে।

হ্যাকারের দাবিকৃত তিন হাজার টাকা দিলেও হ্যাকার রাকিবুল হাসান ফেইসবুক পেইজটি ফেরত না দিয়ে তার ব্যবহৃত তিনটি ফেইসবুক থেকে ব্লক করে দেয় রিয়াদুল মামুন সোহাগকে।

এই বিষয়ে রিয়াদুল মামুন সোহাগ এর সাথে কথা বললে তিনি বলেন,আমি চেয়েছিলাম হ্যাকাদের সাথে ঝামেলায় না গিয়ে তিন হাজার টাকা দিয়ে পেইজটি ফেরত নিবো।এছাড়া হ্যাকার আমার নামে বিভিন্ন আইডি থেকে আমার নামে নোংরা পোস্ট দেওয়া,নোংরা ভিডিও ছাড়া শুরু করেছে।তাই আমি চেয়েছিলাম টাকা দিয়ে পেইজের এডমিন বুঝে নিতে।

তিনি আরো বলেন,হ্যাকার একটা গ্রুপ,যেই গ্রুপের সদস্য সংখ্যা ২০/২৫ জন হতে পারে তাই ঝামেলায় না গিয়ে টাকা দিয়ে পেইজটি নিতে রাজি হয়ে টাকা পর্যন্ত পাঠালাম।কিন্তু হ্যাকার আমার পেইজ ফেরত না দিয়ে হ্যাককৃত পেইজের স্টোরীতে নোংরা ভিডিও করতেছে।উল্টো আমাকে ধমক দিচ্ছে যদি আইনিভাবে কোন ধরনের মামলা করি তাহলে আমার পেইজ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে নোংরা পোস্ট দিবে,নোংরা ভিডিও ছাড়বে,এমনকি আমার কোন ফেইসবুক ব্যবহার করতে দিবে না।

আইনিভাবে পদক্ষেপের বিষয়ে রিয়াদুল মামুন সোহাগ বলেন,আমি অতিষ্ঠ হয়ে সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরির পর আজ ১৯ই নবেম্বর র‍্যাব-৭,চট্টগ্রাম বরাবর আরেকটি অভিযোগ করি।অভিযোগ রিসিভ নং-RP-৭৪৬।র‍্যাব-৭ বরাবর অভিযোগ হয় ফেইসবুকের নাম রাকিবুল হাসানের নামে।হ্যাকার তার নাম বলেছে রাকিবুল হাসান।এবং বিকাশ নাম্বার সহ আরো দুটি আইডি থেকে হ্যাকের কথা স্বীকার করা আইডির লিংক দেওয়া হয়।৩টি আইডিই হ্যাকারের উল্লেখ করে রিয়াদুল মামুন সোহাগ বলেন,আমি আমার ফেইসবুক পেইজটি উদ্ধারের জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে র‍্যাব-৭ এর স্বরানাপন্ন হয়েছি।বাকীটা আইন বুঝবে কিন্তু আমার কাছে হ্যাকারের নাম্বার,ভয়েজ রেকডিং,মেসেজ আছে।

এই বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম বলেন,”রিয়াদুল মামুন সোহাগ ” এই ফেইসবুক পেইজটি গত ৮ই নবেম্বর হ্যাক হয়েছে।আমরা থানায় সাধারণ ডায়েরি নিয়েছি।৮ই নবেম্বরের পর থেকে এই ফেইসবুক পেইজের বিষয়ে কোন ধরনের কমপ্লিন আসলে গ্রহণযোগ্য হবে না।

হ্যাকারের অত্যাচারে অতিষ্ঠ এমন হাজারো ফেইসবুক ব্যবহারকারী জিম্মি হয়ে যাচ্ছে তাদের কাছে।চাঁদা দাবি সহ নানা ধরনের সামাজিক ভাবে হেও করতে তাদের এতটুকু বুক কাফে না।উল্টো পাল্টা পোস্ট দিয়ে সম্মান হানির চেষ্টা করে।এইসব হ্যাকাদের শাস্তির দাবী করেন ভুক্তভোগী রিয়াদুল মামুন সোহাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991