বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
ঘোষনা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ধলী গৌরনগর পূর্ব শাখার উদ্যোগে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব-১৪, এর অভিযান পরিচালনা করে ১৯ জন দালাল চক্র গ্রেফতার। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক রাঙ্গাবালীতে গরু চুরি করতে গিয়ে আটক ৫ উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২০ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা দলের কাছে বিচার চাইলেন হামলায় আহত দুর্গাপুরের বিএনপি নেতা দুর্গাপুরে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার দলের কাছে বিচার চাইলেন হামলায় আহত দুর্গাপুরের বিএনপি নেতা তীব্র নিন্দা ও প্রতিবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ কেজি গাঁজা ও ০১টি ট্রাকসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। জলঢাকায় এনসিপির আয়োজনে ৩৬ জুলাই বিজয় মেলা উদ্বোধন মনপুরার ইতিহাসে ভয়াবহ বজ্রপাত কাকড়া শিকারীর মৃত্যু, ছয়টি গরু ও একটি মহিষের প্রাণহানি মনপুরায় বিএনপির দুই গ্রুপের পৃথকভাবে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জামালপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী জলঢাকায় জুলাই ৩৬ বিজয় মেলার শুভ উদ্বোধন। ধনবাড়ীতে ওএমএস এর মাধ্যমে আটা বিক্রয় কার্যক্রম শুরু কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১১ দিনেও উদ্ধার হলো না ” রিয়াদুল মামুন সোহাগ ” নামের ফেইসবুক পেইজটি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত

হ্যাক হওয়ার ১১দিনেও উদ্ধার হলো না ” রিয়াদুল মামুন সোহাগ ” নামের ফেইসবুক পেইজটি।হ্যাকারের দাবি করা পেমেন্ট করেও মিললো না জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ এর ফেইসবুক পেইজটি।ফেইসবুক পেইজ লিংক- http://www.facebook.com/shohagh.sandwipi

উল্লেখ্য যে,গত ৮ই নবেম্বর রাত আটটায় রিয়াদুল মামুন সোহাগ তার ব্যবহৃত ফেইসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে দেখেন তার পেইজের এডমিন তিনি নিজেই নেই।সাথে সাথে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলামকে জানায়।এরপর রাত ১১টায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ডায়েরি নং-২৯০/২২।

ফেইসবুক পেইজটি হ্যাক হওয়ার তিন দিন পর হ্যাকার নিজেই ফেইসবুক মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলেন ফেইসবুক পেইজটি আমি হ্যাক করেছি,বিশ হাজার টাকা দিলে তুর আইডি ফেরত দেওয়া হবে।শুরু হয় দর কষাকষি।এক পর্যায়ে হ্যাকার পাঁচ হাজার টাকায় আইডি ফেরত দিতে রাজি হয়।শর্ত ছিলো তিন হাজার টাকা দিলে ফেইসবুক পেইজটি ফেরত দিবে।

হ্যাকারের দাবিকৃত তিন হাজার টাকা দিলেও হ্যাকার রাকিবুল হাসান ফেইসবুক পেইজটি ফেরত না দিয়ে তার ব্যবহৃত তিনটি ফেইসবুক থেকে ব্লক করে দেয় রিয়াদুল মামুন সোহাগকে।

এই বিষয়ে রিয়াদুল মামুন সোহাগ এর সাথে কথা বললে তিনি বলেন,আমি চেয়েছিলাম হ্যাকাদের সাথে ঝামেলায় না গিয়ে তিন হাজার টাকা দিয়ে পেইজটি ফেরত নিবো।এছাড়া হ্যাকার আমার নামে বিভিন্ন আইডি থেকে আমার নামে নোংরা পোস্ট দেওয়া,নোংরা ভিডিও ছাড়া শুরু করেছে।তাই আমি চেয়েছিলাম টাকা দিয়ে পেইজের এডমিন বুঝে নিতে।

তিনি আরো বলেন,হ্যাকার একটা গ্রুপ,যেই গ্রুপের সদস্য সংখ্যা ২০/২৫ জন হতে পারে তাই ঝামেলায় না গিয়ে টাকা দিয়ে পেইজটি নিতে রাজি হয়ে টাকা পর্যন্ত পাঠালাম।কিন্তু হ্যাকার আমার পেইজ ফেরত না দিয়ে হ্যাককৃত পেইজের স্টোরীতে নোংরা ভিডিও করতেছে।উল্টো আমাকে ধমক দিচ্ছে যদি আইনিভাবে কোন ধরনের মামলা করি তাহলে আমার পেইজ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে নোংরা পোস্ট দিবে,নোংরা ভিডিও ছাড়বে,এমনকি আমার কোন ফেইসবুক ব্যবহার করতে দিবে না।

আইনিভাবে পদক্ষেপের বিষয়ে রিয়াদুল মামুন সোহাগ বলেন,আমি অতিষ্ঠ হয়ে সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরির পর আজ ১৯ই নবেম্বর র‍্যাব-৭,চট্টগ্রাম বরাবর আরেকটি অভিযোগ করি।অভিযোগ রিসিভ নং-RP-৭৪৬।র‍্যাব-৭ বরাবর অভিযোগ হয় ফেইসবুকের নাম রাকিবুল হাসানের নামে।হ্যাকার তার নাম বলেছে রাকিবুল হাসান।এবং বিকাশ নাম্বার সহ আরো দুটি আইডি থেকে হ্যাকের কথা স্বীকার করা আইডির লিংক দেওয়া হয়।৩টি আইডিই হ্যাকারের উল্লেখ করে রিয়াদুল মামুন সোহাগ বলেন,আমি আমার ফেইসবুক পেইজটি উদ্ধারের জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে র‍্যাব-৭ এর স্বরানাপন্ন হয়েছি।বাকীটা আইন বুঝবে কিন্তু আমার কাছে হ্যাকারের নাম্বার,ভয়েজ রেকডিং,মেসেজ আছে।

এই বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম বলেন,”রিয়াদুল মামুন সোহাগ ” এই ফেইসবুক পেইজটি গত ৮ই নবেম্বর হ্যাক হয়েছে।আমরা থানায় সাধারণ ডায়েরি নিয়েছি।৮ই নবেম্বরের পর থেকে এই ফেইসবুক পেইজের বিষয়ে কোন ধরনের কমপ্লিন আসলে গ্রহণযোগ্য হবে না।

হ্যাকারের অত্যাচারে অতিষ্ঠ এমন হাজারো ফেইসবুক ব্যবহারকারী জিম্মি হয়ে যাচ্ছে তাদের কাছে।চাঁদা দাবি সহ নানা ধরনের সামাজিক ভাবে হেও করতে তাদের এতটুকু বুক কাফে না।উল্টো পাল্টা পোস্ট দিয়ে সম্মান হানির চেষ্টা করে।এইসব হ্যাকাদের শাস্তির দাবী করেন ভুক্তভোগী রিয়াদুল মামুন সোহাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991