মোঃ বাবুল স্টাফ রিপোর্টার ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি সনের মহা পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফ। অসংখ্য আশেকান জাকেরান নিয়ে নেতৃত্ব দিয়েছেন মহান ইমাম কুতুবুল এরশাদ জামানার মহান মুজাদ্দেদ আউলাদে রাসুল হযরত খাজাবাবা শাহ্ সূফি আল্লামা গদিনিশি সোজাউদ্দুল্লা পীর কেবলাজান হুজুর পাক , আরো উপস্থিত ছিলেন খাজাবাবা শাহ্ সূফি আল্লামা আলাউল হক অলী পীর কেবলাজান হুজুর পাক । পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)এর উদ্দেশ্যে আজ শনিবার ৬ সেপ্টেম্বর সারাবিশ্বে ১৯ টি দেশে রাষ্ট্রীয় ভাবে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপিত হয়েছে । এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফে ঈদের মিলাদুন্নবী উপলক্ষে আসাম বাংলা প্রত্যেকটি অঞ্চল থেকে দূরপূরান্ত থেকে আগত আসেকান জাকেরান রংবেরঙে ব্যানার, ফেস্টন ,ও পতাকা হাতে নিয়ে একটি বিশাল বর্ণাঢ্য ও আনন্দ শোভাযাত্রা শুরু করে শুভ শুভ শুভদিন দয়াল ন্নবীজির জন্মদিন এই স্লোগানে স্লোগানে মুখরিত পুড়ো শহর মুগ্ধ। লালকুঠি পাক দরবার শরীফ থেকে বের হয়ে চায়না মোড় হয়ে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় হয়ে প্রধান প্রধান সড়ক পথ অতিক্রম করেন টাউন হল মোড় হয়ে জিরো পয়েন্ট হয়ে আবার ব্রিজ হয়ে শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফে আনন্দ ও শোভাযাত্রা শেষ হয় । পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ ও শোভাযাত্রা শেষে বাদ আছর শম্ভুগঞ্জ লালকুটি পাক দরবার শরীফ এর পক্ষ থেকে হযরত মুহাম্মদ( সা .) এর জন্মদিন উপলক্ষে বিশাল মিলাদ ও মাহফিলের আয়োজন করেন । সে সময় দোয়া পরিচালনা করেন খাজাবাবা শাহ্ সুফি আল্লামা গদিনিশি সোজাউদ্দুল্লা পীর কেবলাজান হুজুর পাক। আরো উপস্থিত ছিলেন খাজাবাবার শাহ্ সুফি আল্লামা মুরিদের দরদী আলাউল হক আলী পীর কেবলাজান হুজুর পাক। সে সময় দেশ ও বাসি জন্য দোয়া করেন মোনাজাত শেষ হলেন লক্ষ আশেকান জাকেরান চোঁখের পানিতে। সকল ঈদের সেরা ঈদ ঈদের মিলাদুন্নবী (সা.) মুমিনের ঈদ ।