ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার :১৫ আগস্ট কে ঘিরে সহিংসতার তথ্য পেয়ে অবস্থান কর্মসূচি করছে বিএনপি । বুধবার ঢাকা মহানগর উত্তরের ৩ নং ওয়ার্ড বিএনপি'র নেতৃবৃন্দরা এই অবস্থান কর্মসূচি করেছে।
তারা জানায় ১৫ আগস্ট এ ঘিরে একটি মহল এ দেশের সংখ্যালঘু, মন্দির মসজিদে হামলার পাঁয়তারা করছে। তারই প্রতিবাদে আমরা বিএনপি ৩ নং ওয়ার্ডের নেতৃবৃন্দরা অবস্থান কর্মসূচি করছি।কেউ সহিংসতা করার চেষ্টা করলে আমরা সাথে সাথে প্রতিহত করব।
এ সময় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু,সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন ও পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব দিলারা পলি সহ অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি'র যুগ্ন আহবায়ক বদরুল হুদা মিঠু ও স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান ঢালী সহ অনেকে।
উল্লেখ্য, ১৫ আগস্ট কে ঘিরে কেউ সহিংসতা করলে বিএনপি দাঁতভাঙ্গা জবাব দিবে বলেও জানান উপস্থিত নেতৃবৃন্দরা।