মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক ধামরাইয়ে প্রতারণার নাটক: পাঁচ স্বামী পেরিয়ে ষষ্ঠ স্বামীকেও সর্বস্বান্ত করলেন ‘চতুর নারী’ আমেনা বেগম! জলঢাকায় জামায়াতের স্মরণকালের বৃহত্তম মোটর সাইকেল শোভাযাত্রা। আটঘরিয়ার শিক্ষকের বেত্রাঘাত সহ্য করতে না পেরে বিষপানে শিক্ষার্থীর আত্নহত্যা,বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের শ্রীপুরের বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার খুলনায় দুই সাংবাদিকের ওপর বর্বর হামলা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জুলাইয়ের গণঅভ্যুত্থান বদলেছে ক্ষমতার পালা, বদলায়নি সাংবাদিকদের ভাগ্য গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি গৌরীপুরে বিএনপিতে শৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ পাঁচ নেতা পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার গৌরীপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রক্তক্ষয়ী রূপ নিল গলাচিপায় তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

১৫ বছর আগে নির্মিত ব্রিজটি সংস্কারের অভাবে একপাশের ইটের গাঁথুনি-মাটি ধসে পরিণত হয়েছে মরণ ফাঁদে। 

রানা ইস্কান্দার রহমান।
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৩৬ বার পঠিত

১৫ বছর আগে নির্মিত ব্রিজটি সংস্কারের অভাবে একপাশের ইটের গাঁথুনি-মাটি ধসে পরিণত হয়েছে মরণ ফাঁদে। ধসে পড়া ব্রিজের নিচে বাঁশের খুঁটি আর উপরে বাঁশের চাটাই বিছিয়ে করা হয়েছে পারাপারের ব্যবস্থা।ঝুঁকি থাকলেও এভাবেই চলাচল করছেন দুই পাশের ১০টি গ্রামের হাজার খানেক বাসিন্দা।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাফর মুংলিশপুর ঘাটের ‘ছকআটা ধর’ নামের স্থানে অবস্থিত সেতুর চিত্র এটি।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ব্রিজের পাশের হোসেনপুর ইউনিয়নের আমবাগান এলাকায় প্রায় ১৫ বছর আগে আখ ক্রয় কেন্দ্র করে চাষিদের কাছ থেকে আখ ক্রয় করা হতো। ওই সময়ে জাফর মুংলিশপুর এলাকায় চাষিদের যাতায়াতের সুবিধার্থে ‘ছকআটা ধর’ এলাকায় একটি ব্রিজ নির্মাণ করে কেন্দ্রের কতৃপক্ষ। সময়ের ব্যবধানে সেই ব্রিজের ইট ধসে একাংশ ভেঙে যায়।

এরপর দীর্ঘদিন পার হলেও সেটি সংস্কার না হওয়ায় বাঁশের খুঁটি দিয়ে মেরামত করেন স্থানীয়রা। ঝুঁকি নিয়ে হলেও সেটিকেই ভরসা করে যানবাহনসহ পায়ে হেঁটে চলাচল করছেন কিশোরগাড়ী ইউনিয়নের জাফর, মুংলিশপুর,পাল পাড়া, শীলপাড়া, গনকপাড়া, হাসানখোর, রামচন্দ্রপুর, জাইতরসহ অন্তত ১০ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জাফর-মুংলিশপুর গ্রামের বাসিন্দা কৃষক নুরুল ইসলাম ও ছাইদুর রহমান জানান, ব্রিজটি সংস্কারের অভাবে ভোগান্তির যেন শেষ নেই। বিকল্প সড়ক না থাকায় এ পথেই জীবন-সম্পদের ঝূঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এভাবেই চলছেন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবি, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

তারা আরও জানান, বাঁশের চাটাই বিছানো এ ব্রিজ দিয়ে বাইসাইকেল, মোটর সাইকেল, অটোচালিত ভ্যান, মাল বোঝাই ভ্যানসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়েও যাববাহন চলাচল করছে।

কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদ সদস্যা মর্জিনা বেগম ও আলমগীর জানান, ব্রিজটির দুই পাশের অন্তত ১০ গ্রামের আট সহস্রাধিক মানুষ দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছেন। বড় ধরনের ক্ষতি এড়াতে দ্রুত ব্রিজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণ করা জরুরি।

কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান অবু বক্কর সিদ্দিক জানান, এখানে একটি ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। এর ফলে এলাকার মানুষের জীবন-জীবিকায় গতি আসবে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন জানান, জনদূর্ভোগ লাঘবে খোঁজ নিয়ে ব্রিজ নির্মাণ অথবা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991