মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ১১ নভেম্বর ২০২৫ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার ফিরে পাবে। তাঁর ভাষ্য, বর্তমান আন্দোলন শুধু নির্বাচনভিত্তিক কোনো কর্মসূচি নয়—এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদ বলেন, চারঘাট-বাঘা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। উন্নয়ন হয়েছে দলীয়করণকে কেন্দ্র করে, কিন্তু সাধারণ মানুষ তার সুফল পায়নি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার—শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি এবং কৃষিতে সহায়তা—নিশ্চিত করা হবে। রাষ্ট্রের মালিক জনগণ, তাই জনগণের সম্মতি ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকার অধিকার রাখে না। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের অবস্থা দুর্বল, বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত দলীয়করণের প্রভাব স্পষ্ট। ৩১ দফা বাস্তবায়িত করতে পারলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে, যোগ করেন চাঁদ। সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, বিএনপি জনগণের দল এবং সব ধর্ম, মত ও শ্রেণির মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের ভোটকে ভয় পায় বলেই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী মত দমন করছে। কিন্তু জনগণ এখন জেগে উঠেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মাজেল আলী। এ ছাড়া বক্তব্য দেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হাসান মাসউদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরেফীন কনকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় চারঘাট-বাঘার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।