
মোঃ আলমগীর হোসেন রিপোর্টার:
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কয়েক সেকেন্ডের তীব্র দুলুনিতে কেঁপে ওঠে পুরো ঢাকা নগরী। ৫.২ মাত্রার ভূমিকম্পের এই কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘর-বাড়ি ও কর্মস্থল থেকে ছুটে বেরিয়ে আসে।
ঢাকার বংশাল এলাকায় তিন জন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে বহু অফিস–আদালত, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। মুহূর্তেই নগরজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা।
ভূমিকম্পের সবচেয়ে স্পষ্ট প্রভাব দেখা গেছে সিদ্ধিরগঞ্জ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, সেখানে কয়েকটি ভবনের দেয়াল, খিলান ও সিঁড়িতে নতুন ফাটল দেখা দিয়েছে। যদিও কম্পন দীর্ঘস্থায়ী ছিল না, তবে ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিয়ে এলাকায় তীব্র শঙ্কা ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছে। ক্ষতির পরিমাণ মূল্যায়ন ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে বিশেষজ্ঞ দল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে ভবনগুলোতে বিস্তারিত নিরাপত্তা মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাতীয় রুরি সেবা: ৯৯৯ দর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: ১০৯০ সিটি করপোরেশন: নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করুণ যেকোনো ধসে পড়া, ফাটল বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে অবিলম্বে সংশ্লিষ্ট হটলাইনে জানানোর অনুরোধ করেছে প্রশাসন।